24 C
Dhaka
Wednesday, January 22, 2025
Homeসাবজেক্ট রিভিউপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (বন্দর ব্যবস্থাপনা ও সরবরাহ) - সাবজেক্ট রিভিউ

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (বন্দর ব্যবস্থাপনা ও সরবরাহ) – সাবজেক্ট রিভিউ

আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী আন্তজার্তিক বাণিজ্যের ৮০ শতাংশ এবং মূল্যের ভিত্তিতে প্রায় ৭০ শতাংশের বেশি সম্পদ সমুদ্রপথে বহন করা হয় এবং সে সকল বাণিজ্য বিভিন্ন প্রকার জাহাজের মাধ্যমে বিশ্বব্যাপী সমুদ্র ও নদী বন্দর মাধ্যমে পরিচালিত হয়। শিপিং বা জাহাজের মাধ্যমে বাণিজ্য হল- বাল্ক পরিমানে (বিশাল আয়তনে) মালপত্র পরিবহনের জন্য সবচেয়ে সাশ্রয়ী, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে দক্ষ এবং পরিবেশগতভাবে সবচেয়ে উপযুক্ত উপায়। বাংলাদেশের বহিরাগত মালবাহী বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি সমুদ্রবাহিত এবং চলমান বিশ্বায়ন এই প্রবাহকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বাংলাদেশের সমুদ্রবন্দের দক্ষ জনবল গঠন ও সুনীল অর্থনীতি গড়ার ক্ষেত্রে, পোর্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিষয়সূচি

বিষয়সূচি

PML - Port (Hamburg, Germany)
বন্দর (হ্যামবার্গ, জার্মানি)

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস কি

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (Port Management and Logistics)‘ বা বাংলায় ‘বন্দর ব্যবস্থাপনা ও সরবারহ‘ হল ব্যবসায় প্রশাসনের একটি বিষয়। মূলত বন্দর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় শিক্ষা-ই এখানে শেখানো হবে। সাথে শেখানো হবে কিভাবে বন্দরের এসব জিনিস সরবারহ করা যায় সঠিকভাবে। উপরেই উল্লেখ করেছি, বিপুল পরিমাণে বাণিজ্যিক কাজ নৌ-বন্দর থেকে হয়। সুতরাং এখানে প্রয়োজন দক্ষ জনশক্তি। সে উদ্দেশ্যেই পড়ানো হয় পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস। ৪ বছর মেয়াদি প্রোগ্রামে এখানে বিবিএ (ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ) ডিগ্রি দেয়া হয়।

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসে কি কি পড়ানো হয়?

৪ বছরের ১৩৫ ক্রেডিটের কোর্সে মোট ৩৯টি বিষয় এ পড়ানো হয়। এর মাঝে কোর কোর্স বিষয়- ২৩টি, সাধারন বিবিএ এর ফাউন্ডেশন বা বেসিক কোর্স- ৮টি, সাধারন বিজ্ঞান/মানবিকের কোর্স- ৮ টি। এছাড়া ল্যাব কোর্স-২ টি, ডেভেলমেন্ট কোর্স ৫ টি, যা মধ্যে ৩টি বাধ্যতামূলক স্ট্যাডি ট্যুর জেনো ছাত্র-ছাত্রীরা নিজে হাতে কলমে সব কিছু প্রদর্শন করতে পারে এবং শিখতে পারে। শেষ সেমিষ্টারে রয়েছে ইন্টার্নশিপ ও থিসিস। এগুলো বিষয় বাদে, বিশ্ববিদ্যালয়ে নিজ পছন্দ অনুযায়ী ৩টি ডিগ্রি এ বিষয়ক কোর্স করতে হয়।
এসকল কোর্স আন্তজার্তিক মান ধরে রেখে সাজানো হয়েছে, যেনো শিক্ষার্থীগন নিজের জ্ঞান প্রসারের পাশাপাশি আন্তজার্তিক পর্যায়ে গিয়ে নিজের দক্ষতা ও জ্ঞান কাজে লাগাতে পারে।

কেন পড়ব পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসে?

প্রশ্নটা এমন না হয়ে ‘কেন পড়বোনা এই বিষয়ে হওয়া উচিৎ’। এই প্রশ্নের উত্তর খুঁজতে নিচে বিস্তারিত পড়। এর বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র দেখার পরে ‘কেন পড়ব?’ প্রশ্নের উত্তর চলে আসবে।

বিদেশে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসে উচ্চ শিক্ষার সুযোগ কি রয়েছে?

বিশ্বে এপর্যন্ত ১২টি মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিশ্বের ১২তম আন্তজার্তিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। তাই এখানে পড়ে বিশ্বের অন্যান্য মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিষয়ে উচ্চ শিক্ষার বিশেষ সুযোগ তো রয়েছেই। যেমন: ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সাংঘাই মেরিটাইম ইউনিভার্সিটি, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, ইত্যাদি। এছাড়াও কেউ চাইলে শিপিং, ট্রান্সপোর্টেশন, মেরিটাইম বিজনেজ, মেরিটাইম ট্যুরিজম সহ আরো কিছু সাধারণ বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। এগুলো ছাড়া অন্যান্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমবিএ, পিএইচডি/এমফিল, রিসার্চ অ্যাসিসট্যান্ট হিসেবে পড়ার সুযোগ তো থাকছেই।

PML - Cargo Ships (Chattogram, Bangladesh)
কার্গো জাহাজ (চট্টগ্রাম, বাংলাদেশ)

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিষয়ের কর্মক্ষেত্র নিয়ে প্রচলিত ভুল ধারণা

প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে যে, এ বিষয়ে পড়ে চাকরি পাওয়া যাবেনা। কিন্তু, এটি এমন একটি সেক্টর যেখানে বিপুল পরিমান জনবল প্রয়োজন, এবং আগামী ৩০০-৪০০ বছরেও এই সেক্টরের গুরুত্ব হ্রাস পাবেনা। প্রাচীন কাল ধরে, আন্তজার্তিক সকল বাণিজ্য সমুদ্রপথে হয়ে আসছে। এবং প্রতিনিয়ত সময়ের সঙ্গে সঙ্গে বিপুল পরিমান দক্ষ জনবল প্রয়োজন। বন্ধরে প্রতিটি ধাপে ধাপে প্রচুর জনবল প্র্যয়োজন। বাংলাদেশের এই সেক্টরে এখনো দক্ষ জনবল এর পরিমান একবারেই স্বল্প। তাই, সুনীল অর্থনীতি গড়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট ও লজিস্টিকস এর ভূমিকা অপরিসীম হবে।

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকসের কর্মক্ষেত্র

কথায় আছে, দক্ষ লোককে চাকরি খুঁজে নেয়। আর এই বিষয়ে পড়াশুনা করে চাকরির চিন্তা করতে হবেনা। নিজেকে দক্ষ করে তুললে চাকরির অভাব হবেনা। তবে চলুন দেখা যাক, এবিষয়ে পড়ে কেমন কর্মক্ষেত্রে চাকরি পাওয়া যাবে।

দেশের ৪টি সমুদ্রবন্দরে চাকরির সুযোগ

১. চট্টগ্রাম বন্দর
২. মংলা বন্দর
৩. পায়রা বন্দর
৪. মাতারবাড়ি বন্দর
এ ছাড়া এ বিষয়ে পড়ে নদী বন্দর, স্থল বন্দর সহ বিমানবন্দের ব্যবস্থাপনায় চাকরির সুযোগ রয়েছে।

আন্তজার্তিক সমুদ্রবন্দরে চাকরির সুযোগ

  • মালয়েশিয়া
  • সিঙ্গাপুর
  • চায়না
  • হংকং
  • দুবাই
  • কাতার
  • ইউরোপ
  • আমেরিকা

ইত্যাদি দেশ সহ আরো অনেক দেশের সমুদ্রবন্দরে চাকরির সুযোগ চয়েছে।

বন্দরে কি কি পদে চাকরির সুযোগ মিলবে?

  • পোর্ট অথোরিটি
  • টার্মিনাল ম্যানেজার
  • বন্দর প্রশাসনিক এবং নিরাপত্তা
  • কন্টেইনার লেআউট ম্যানেজার
  • সোর্সিং ম্যানেজার
  • সোর্সিং এবং যোগাযোগ ব্যবস্থাপক
  • বন্দর পরিকল্পনাকারী
  • পোর্ট ফাইন্যান্সিয়াল/বিনিয়োগ বিশ্লেষক
  • বানিজ্যিক কনসালটেন্ট
  • অন-স্টপ সার্ভিস ম্যানেজার

এগুলোসহ দক্ষতা অনুযায়ী নানাবিধ পদে চাকরির সুযোগ রয়েছে।

পাবলিক এবং প্রাইভেট আইসিডি এবং আইসিটি/অফ-ডক

Port
বন্দর

পাবলিক কোম্পানিতে চাকরির সুযোগ

  • পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল
  • কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো

প্রাইভেট কোম্পানিতে চাকরির সুযোগ

  • বিএম কন্টেইনার ডিপো লিমিটেড
  • এ কে খান কন্টেইনার টার্মিনাল
  • সিটিজি কনটেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড
  • কেডিএস লজিস্টিকস
  • রূপায়ন
  • QNS কন্টেইনার সার্ভিসেস লিমিটেড
  • পোর্ট লিংক (MGH-গ্রুপ)
  • ইসাক ব্রাদার্স গ্রুপ
  • ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন (OOCL) টার্মিনাল
  • সামিট অ্যালায়েন্স কনটেইনার টার্মিনাল

সহ আরো অনেক জায়গায় রয়েছে চাকরির সুবিধা।

শিপিং কোম্পানিগুলোতে চাকরির সুযোগ

  • বাংলাদেশ শিপিং কর্পোরেশন (সরকারি)
  • সিএমএ সিজিএম শিপিং লি.
  • কসকো বাংলাদেশ শিপিং লাইনস লি.
  • হেলম্যান ওয়ার্ল্ড ওয়াইড লজিস্টিকস
  • বিএস শিপিং লাইন্স লি.
  • আকিজ শিপিং
  • কে লাইন বাংলাদেশ, লি.
  • ওমেরা
  • সাউথ বাংলা শিপিং লাইন্স লি.
  • এমএসসি- ঢাকা
  • কসকো- ঢাকা
  • ট্রাইডেন্ট শিপিং লাইন লি.
  • এনএমসি বাংলাদেশ লিমিটেড

লজিস্টিকস কোম্পানি সমূহে চাকরির সুযোগ

  • বসুন্ধরা লজিস্টিকস
  • এসিআই লজিস্টিকস
  • নাভানা লজিস্টিকস
  • স্কাইলিংক লজিস্টিকস লি.
  • অ্যাভান্ট লজিস্টিকস
  • কনভেয়ার লজিস্টিকস লি.
  • ক্রাউন লজিস্টিকস
  • জেনারেল লজিস্টিকস লি.
  • এপিএল লজিস্টিকস
  • গ্লোবাল লজিস্টিকস
  • ভিশন লজিস্টিকস

এগুলোসহ আরো দেশি ও বিদেশি লজিস্টিকস কোম্পানি গুলোতে।

ফ্রেইট (মালবাহী) ফরোয়ার্ডিং কোম্পানিতে চাকরির সুযোগ

মাল্টি ন্যাশনাল কোম্পানি

  • EUR সার্ভিস লিমিটেড
  • কুয়েন + নাগেল
  • ডিএইচএল
  • ডিবি শেনকার
  • মঙ্গল মালবাহী
  • ড্যামকো
  • ফেড-এক্স

সহ দেশীয় নানান ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পান্তি গুলোতে।

গবেষণা ও অ্যাকাডেমিয়াতে চাকরির সুযোগ

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা

  • পাবলিক
  • প্রাইভেট

গবেষণা প্রতিষ্ঠান গুলোতে।

প্রশিক্ষক

  • বিএমএ (বাংলাদেশ মেরিন একাডেমি)
  • বিএনএ (বাংলাদেশ নেভাল একাডেমি)
  • সোলাম (SOLAM)
  • সরকারি মেরিন একাডেমি
  • প্রাইভেট মেরিন একাডেমি
Cargo
কার্গো

কার্যনির্বাহী হিসেবে যে সকল জায়গায় চাকরি পাওয়া যাবে-

  • বাণিজ্যিক-গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প
  • রপ্তানি ও আমদানি কোম্পানিতে বিদেশী গ্রাহক ডিলার
  • ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অপারেশন/শিপিং ম্যানেজার
  • ফরেন এক্সচেঞ্জ অফিস- ব্যাংক
  • কমার্শিয়াল ম্যানেজার- ফার্মাসিউটিক্যালস কোম্পানি

সরকারি চাকরির সুযোগ

  • সকল সরকারি বন্দর যেমন সমুদ্র, নদী, স্থল, বায়ু ইত্যাদি
  • সরকার জাহাজ কোম্পানিগুলো
  • বিসিএস (সাধারণ)
  • বিসিএস (মেরিটাইম – প্রস্তাবিত)
  • MSP
  • BIWTA, BIWTC, BAFFA
  • বাংলাদেশ নৌবাহিনী

ব্যবসা/উদ্যোক্তা

  • শিপিং এজেন্ট
  • জাহাজের মালিক
  • কার্গো মালিক
  • ম্যানিং এজেন্ট
  • সি অ্যান্ডএফ এজেন্ট
  • জাহাজ দালাল
  • শিপ চ্যান্ডলার

এছাড়াও যেহুতু এই বিষয় টি বিবিএ, তাই এসকল কর্মক্ষেত্র বাদেও রয়েছে সাধারণ বিবিএ এর কর্মক্ষেত্রের পাশাপাশি, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ও নানাবিদ কর্মাস ও কমার্সিয়াল কর্মক্ষেত্রে চাকরির সুযোগ। নিজ দক্ষতাকে যতো বৃদ্ধি করতে, ততো ভালো কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাবে।

Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিষয় পড়ানো হয়?

বাংলাদেশের একমাত্র সরকারি মেরিটাইম বিশ্ববিদ্যালয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিষয়ে স্নাতক(সম্মান) চালু হয়। ইতিপূর্বে, বাংলাদেশের কিছু বেসরকারি এমবিএ এবং ডিপ্লোমা প্রোগামে শুধুমাত্র “লজিস্টিকস” পড়ানো হলেও, বাংলাদেশে প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমানে শুধু মাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি তে এই বিষয়ে পড়ানো হয়।

শেষ কথা

যদি সমুদ্র, সমুদ্রবন্দর, আন্তজার্তিক বানিজ্য, আমদানী রফতানি, বর্হিবিশ্বের বানিজ্যে ও মেরিটাইম জ্ঞান অর্জনের প্রতি তোমার ইন্টারেস্ট থাকে, এবং দেশের সুনীল অর্থনীতিতে নিজের অবদান রাখতে চাও তবে এই পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিষয় তোমার জন্য।

মোঃ মিরাজুল ইসলাম

বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (১ম ব্যাচ, ২০১৮-১৯)

ডিপার্টমেন্ট অব পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

Md. Mirazul Islam
RELATED ARTICLES

সাম্প্রতিক লেখা

লেখার আর্কাইভ

জনপ্রিয় ক্যাটাগরি

সাম্প্রতিক কমেন্ট